ন্যায় নামক অন্যায়ের মাঝে
কোটি কোটি ফুল বেঁচে আছে।
ফুলের মাঝেও পোকা ধরেছে ।
ফুল তো বিবর্তনের ধারায়,
কুকুরের রুপ নিচ্ছে ।
কিছু ফুল সিংহের রুপ নিচ্ছে ।
সিংহ তো অবৈধ শিকারীর ফাঁদে পড়চ্ছে ।
ফাদ গুলো গুজবের শিকার হচ্ছে
রুষ্ট-পুষ্ট ফুলের জন্য
লোনতা পানিতো একটু বেশি লাগবেই ¡
লোনতা পানি যে রক্তে পরিণত হচ্ছে ।
এই পানি মাটিতেও যাচ্ছে না
তার আগেই শুকিয়ে যাচ্ছে ।
দেখা যায় সোনালী মাঠ,
খড়ের রঙও তো সোনালী হয় ।
তা তো একটু দেখ।