শত কবির কল্পনায় থাকে
সাত সমুদ্র তেরো নদীর কথা ।
আমার কল্পনায় থাকে শুধু তোমার কথা ।
আমি তো কাল্পনিক নই
তাই ভাবতে পারিনা পক্ষিরাজ ঘোরার কথা ।
যদি থাকত আলাউদ্দিনের যাদুর মাদুর
তোমায় নিয়ে পারি দিতাম মেঘের পথে ।
বসন্তের রঙের খেলা,
দেখতাম ঐ আকাশ থেকে ।
পূর্ণিমার ঐ রাতে,
চাঁদকে দেখতাম মেঘ থেকে বসে ।
তারার বুকে লিখতাম নাম,
দুই অক্ষর মিলিয়ে।
মহা আকাশের ঐ গ্রহ গুলোকে,
আবিষ্কার করতাম তোমায় নিয়ে ।
যদি থাক তো চকোলেটর নদী,
তোমায় নিয়ে পারি দিতাম তারি তলদেশে ।
যদি হোতাম মৌমাছি,
তোমায় নিয়ে গুরতাম ফুলের বাগানে।
যদি হোতাম চড়োই পাখি,
তোমায় নিয়ে থাকতাম অট্টালিকার কোনে ।
কল্পনার যত কিছু আছে,
সবই তো তোমায় নিয়ে।
ভালবাসি তোমায়, তাই লিখি তোমাকে নিয়ে।