নিন্দুক তো নিন্দুক নয়-
নিন্দুক তো বিঙ্গ লোকের চেও অধিক ঙ্গাণী হয়
নিন্দুক তো অপরিপূর্ণতায় পরিপূর্ণতা এনে দেয়।
নিন্দুক তো রবিদ্রনাথকে বিশ্ব কবি করে দেয়
আর নজরুলকে জাতীয়তায় পরিপূর্নতা দেয়।
আমি-
নিন্দুক এর সাথে লাইব্রেরী আর জাদুঘরের তুলনা করি হায়
আমি সেখানে নিন্দুককে জয়ী করি
কারন নিন্দুক এর ঙ্গানের তিব্রতা বিঙ্গকেউ হার মানিয়ে দেয়।
আমি-
নিন্দুক কে সবচেয়ে সাহসি মনে করি
যেখানে তারা কোনো রাজা বাদশা কেউ ছেড়ে দেয়নি।
আজ নিন্দুক এর ফলেই আমরা মহা ঙ্গানী হায়
আজ আমরা বিশ্ব আর জাতীয় কবি
আমি নিন্দুক কে সবচেয়ে বেশি সম্মান করি
কারন তারা সবচেয়ে বেশি ঘৃণিত হয়।

তাই আমি নিন্দুক ভালোবাসি।