internetPoem.com Login

❑ বিরহ - মেহেদী হাসান রনি

Mehedi Hasan Roney

যুগল জ্যোৎস্নার প্রেম আড়াল করেছে মেঘ
কোলাজ চুম্বনে এসেছে প্রবল ঝড়
মোমবাতি নিভে গ্যাছে...এবার হবে মিলন্মুখ সঙ্গম;

ডান-হাত নাভীমূলে,বাঁ-হাত স্তনে
কাঁপা ঠোঁট দু'জনার
নির্মম ছিটকিনি দেয়া দরোজায়,
প্রেম কী শোনে বারণ কিম্বা মানে শাসন?
পাললিক অন্ধকারে শরীর চেয়েছে শুশ্রুষা
পাসপোর্টহীন তবুও একাকার দু'জনা...

আধিপত্য কেবল আমার।
চাঁদের যোনি থেকে চুইয়ে-চুইয়ে পড়ছে
তোমার নিগূঢ় উল্লাস,ঘিনঘিনে বিছানা
দেহের বাঁকে বাঁকে সংশয়...প্রেম ধীরে বহে
সব সুখ শোক হয়ে গেছে
আমি হয়ে গেছি শব...

আমার মুখোমুখি সে টিউলিপ হাতে
সিমিট্রির বুকে নির্বাক চোখ তার দৃষ্টির গভীরে
শরতের পড়ন্ত দুপুরে
সে কেঁদে গেছে সেদিন
এরপর সে ছুঁয়েছে ঠোঁট
নবাগত প্রেমিকের
সম্মুখে দাঁড়িয়ে আমার।

শূন্যতা এতই প্রখর যে,শব কেঁদে ফেলে...

(C) Mehedi Hasan Roney
08/02/2021


Best Poems of Mehedi Hasan Roney