internetPoem.com Login

শেষে যেন ঠিকানায়

Dipjyoti Chowdhury

 দিন যদি কাটে চনমনে দুর্দান্ত 
আমি তবে সারাদিন নিদারুণ শান্ত
ফুটফুটে শরতের রোদ্দুর গায়ে মেখে
ঘুটঘুটে রাত্রিটা যত্নে গুছিয়ে রেখে
আমি মাতি সারাদিন উদ্দাম নৃত্যে 
ভুলে যাই দিন শেষে হবে ঘরে ফিরতে।

শৃঙ্খলাবোধে যদি ঘটে কোন কান্ড
ভাবি যদি নিজেকে মহৎ ও প্রকান্ড
তবে যেন একটুও বিলম্ব না ক'রে 
আমার আসলটুকু খোঁচা দেয় পাঁজরে
তারপরে ঘষেমেজে আগের মতোই ঠিক
আমি যেন খুঁজে পাই এগিয়ে চলার দিক।

দিন যদি কাটে চঞ্চল ও অশান্ত
সময়ের ঘেরাটোপে হয়ে উদভ্রান্ত
ঠিক ঠিক না'ও যদি হয় যা যা করছি
কাজের চেয়ে দেখি যদি বেশি ভেবে মরছি 
এমনটা যদি দেখি হয় রোজনামচা 
আমার মনের তবে এইটুকু বাঙ্ছা 
যে পথেই চলি আমি জানা আর অজানায়
ঘা খেয়ে শেষে যেন পৌঁছোই ঠিকানায় ।

(C) Dipjyoti Chowdhury
10/08/2020


Best Poems of Dipjyoti Chowdhury