internetPoem.com Login

মোর প্রণয়িনী

Asraful Alam

জানিনা কেন সদা, তোমায় মনে পড়ে,
ওগো মোর রানী,
তব তরে কেন পুড়ে-মরে,
মোর অবুঝ হৃদয় খানি।

জানিনা অঝোরে কেন, কাঁদে মোর মন,
ওগো মোর সখি,
তব তরে অশ্রু দিয়ে বিসর্জন,
আমার হৃদয় হলো দুখি।

জানিনা কেন ভাসিগো, আষাঢ়ের বানে,
ওগো মোর দেবী,
তব তরে প্রীতির প্রয়ানে,
বাজে মোর যাতনার পূরবী।

জানিনা কেন আছি, অলীক স্বপ্নজালে,
ওগো মোর রাঁধা,
তব তরে হৃদয় আকালে,
মোর মরুময় কাঁদা।

আমি যাহা জানি, জানে অন্তর্যামী,
তুমি আছো মোর মনে,
সদা গোপনে-গোপনে,
তাই তব তরে বন্দনা করি,
তব তুষানলে সদা, আমি পুড়ে মরি।

(C) Asraful Alam
03/07/2020


Best Poems of Asraful Alam