internetPoem.com Login

তুমি বরং এক কাজ করো।

Ariful Abir

তুমি বরং এক কাজ করো।
পাতায় পাতায় উড়তে থাকা প্রজাপতিগুলো আলতো করে ধরে আনো।
ছড়িয়ে দাও তোমার ঘরে।হ
শুনেছি ঘরে প্রজাপতি আসলে নাকি কপাল খোলে।
সৌভাগ্যবতী না হলে একান্তই আমার হবে কী করে?

তুমি বরং মেঘদেবতার পূজো করো।
বৃষ্টি হলে ভিজতে থাকো।
শুনেছি বৃষ্টিতে ভিজলে মনে হয় যেন-
সকল পাপ ধুয়ে মুছে গেলো জলে।
পাপমুক্ত হলে তবেই না আমার হবে।

তুমি বরং কষ্টে থাকো।
কষ্ট পেয়ে কাঁদতে থাকো।
কাঁদলে নাকি মনের বিষ নেমে যায় চোখ বেয়ে।
মনে বিষ রেখে আমাকেহ ভালোবাসবে কী করে?

তুমি বরং ভাবতে থাকো।
প্রেমের শুরু কোথায় থেকে।
ভাবনায় হঠাৎ ক্ষান্ত দিয়ে বেরিয়ে পড়ো আমার খোঁজে।
আমায় ছাড়া প্রেমের অস্তিত্ব বুঝবে কী করে?

তুমি বরং এক কাজ করো।
আমার জন্য কবিতা লেখো।
হতাশাগুলো ঝেড়ে ফেলো কবিতার মাঝেই।
উগলে ফেলো প্রকৃতিগত প্রেম।
কবিতা না লিখলে আমার প্রেমে পড়বে কীভাবে?

বরং তুমি পূণ্য করো।
ধর্মের পথে ধন্যা দিয়ে বসে থাকো।
নামাজ পড়ো, পূজো করো।
গঙ্গাজলে গোসল করো।
গীর্জায় গিয়ে ক্রুশ চিহ্নে চুম্বন আঁকো।
পূণ্যবতী না হলে এই পাপিষ্ঠের পাপ মুছবে কী করে?

তুমি এবার একটু ক্লান্ত হও।
দিনের শেষে পরিশ্রান্ত দেহে-
খোপা খুলে এলিয়ে পড়ো।
বুকে ওড়না টানার কথা অন্যমনষ্ক হয়ে ভুলে যাও।
আর আমি বরং আস্তে করে,
তোমার কানে কানে এসে বলি-
বলি,
' ভালোবাসি'

(C) Ariful Abir
11/11/2019


Best Poems of Ariful Abir