শেষে যেন ঠিকানায়

 দিন যদি কাটে চনমনে দুর্দান্ত 
আমি তবে সারাদিন নিদারুণ শান্ত
ফুটফুটে শরতের রোদ্দুর গায়ে মেখে
ঘুটঘুটে রাত্রিটা যত্নে গুছিয়ে রেখে
আমি মাতি সারাদিন উদ্দাম নৃত্যে 
ভুলে যাই দিন শেষে হবে ঘরে ফিরতে।

শৃঙ্খলাবোধে যদি ঘটে কোন কান্ড
ভাবি যদি নিজেকে মহৎ ও প্রকান্ড
তবে যেন একটুও বিলম্ব না ক'রে 
আমার আসলটুকু খোঁচা দেয় পাঁজরে
তারপরে ঘষেমেজে আগের মতোই ঠিক
আমি যেন খুঁজে পাই এগিয়ে চলার দিক।

দিন যদি কাটে চঞ্চল ও অশান্ত
সময়ের ঘেরাটোপে হয়ে উদভ্রান্ত
ঠিক ঠিক না'ও যদি হয় যা যা করছি
কাজের চেয়ে দেখি যদি বেশি ভেবে মরছি 
এমনটা যদি দেখি হয় রোজনামচা 
আমার মনের তবে এইটুকু বাঙ্ছা 
যে পথেই চলি আমি জানা আর অজানায়
ঘা খেয়ে শেষে যেন পৌঁছোই ঠিকানায় ।

Dipjyoti Chowdhury
(C) All Rights Reserved. Poem Submitted on 10/08/2020

Poet's note: This poem is about a kind of self introspection. In different situation how I react and how I deviate from the focus and how gradually I come back again in my path.
The copyright of the poems published here are belong to their poets. Internetpoem.com is a non-profit poetry portal. All information in here has been published only for educational and informational purposes.